জাতীয়

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহহাব মিয়ার নেতৃত্বে আপিল বিভাগের কার্যক্রম শুরু

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহহাব মিয়ার নেতৃত্বে মঙ্গলবার সকাল ৯টায় আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। ৩৯ দিনের অবকাশের পর মঙ্গলবার আপিল বিভাগ তার কার্যক্রম শুরু করেছেন।

এর আগে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাষ্ট্রপতির কাছে এক মাসের ছুটির জন্য আবদন করেন। সোমবার বিকাল ৩টার দিকে এ সংক্রান্ত একটি চিঠি রাষ্ট্রপতির কাছে তিনি পাঠান। প্রধান বিচারপতি ছুটিতে থাকার সময় জন্যসংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বিচারপতি ওয়াহহাব মিয়াকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

মঙ্গলবার তার নেতৃত্বেই ৫ সদস্যের আপিল বিভাগ তার বিচারিক কার্যক্রম শুরু করে।

Back to top button