আন্তর্জাতিক

ভারতে সেনাবাহিনীর অস্ত্রভান্ডারে বিস্ফোরনে নিহত ৬, আহত ১১

ভারতের সেনাবাহিনীর একটি অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার মহারাষ্ট্রের ওয়ারধা জেলার পুলগাঁও এলাকায় অবস্থিত অস্ত্রভাণ্ডারটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সেনাবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ।

জি নিউজের খবরে বলা হয়েছে, সকাল বেলা বিস্ফোরণে কেঁপে উঠে অস্ত্রভাণ্ডার এলাকা। এতে নিহত ছয়জনের মধ্যে অন্তত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে একজন অস্ত্র কারখানার কর্মী, দুইজন শ্রমিক।

বিস্ফোরণের তীব্রতা এতটা শক্তিশালী ছিল যে, পাশ্ববর্তী দুটি গ্রামও কেঁপে ওঠে। প্রাথমিকভাবে জানা গেছে, মধ্যপ্রদেশের জবলপুরের খামারিয়ার অর্ডন্যান্স ফ্যাক্টরি থেকে কিছু বাতিল বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল মহারাষ্ট্রের ওয়ারধার কারখানায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পুরনো বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জি নিউজ’কে বলেন, পুরনো বিস্ফোরক ধ্বংসের ব্যবস্থা মধ্যপ্রদেশের খামারিয়া অর্ডন্যান্স ফ্যাক্টরিতে নেই। সে কারণে পুলগাঁওয়ের সেন্ট্রাল অ্যামুনেশন ডিপোতে আনা হয়েছিল বিস্ফোরকগুলো। সেখানেই সাধারণত পুরনো বিস্ফোরক নষ্ট করা হয়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরকগুলো নষ্ট করতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে।

পুরো ঘটনার তদন্ত করা হবে বলেও জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ওয়ারধার জেলা প্রশাসক জানিয়েছেন, সেন্ট্রাল অ্যামুনেশন ডিপোর বাইরে বিস্ফোরণ ঘটেছে। সে কারণে আগুন ছড়িয়ে পড়ার কোনও আশঙ্কা নেই।

উল্লেখ্য, ২০১৬ সালের মে মাসে পুলগাঁওয়ে সেন্ট্রাল অ্যামুনেশন ডিপো চত্বরে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল ১৭ জনের। মৃতদের মধ্যে দুজন সেনা অফিসার ছিলেন। বাকিরা ছিলেন নিরাপত্তাবাহিনীর সদস্য।
সূত্র: এনডিটিভি, জি নিউজ।

Back to top button