আন্তর্জাতিক

ভারতের বিধানসভা নির্বাচনে এগিয়ে কংগ্রেস, বিজেপির ভরাডুবি

ভারতের বিধানসভা নির্বাচনে এগিয়ে গেছে কংগ্রেস। পাঁচ রাজ্যের চারটিতে বিজেপিকে ছাপিয়ে গেছে দলটি। তবে মধ্যপ্রদেশ রাজ্যটিতে কখনও এগিয়ে যাচ্ছে কংগ্রেস, কখনও বিজেপি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দেশটির পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলের মধ্যে চার রাজ্য রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামে নির্বাচনী ফল প্রায় স্পষ্ট। রাজ্যগুলোতে বিজেপিকে টপকে কংগ্রেস অনেকটা এগিয়েই আছে। তার মধ্যে ছত্তিশগড় এবং রাজস্থানে ক্ষমতায় ফেরা প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে কংগ্রেসের। তবে মধ্যপ্রদেশে চলছে কংগ্রেস-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই। সবার নজড় এখন এ রাজ্যেই।

ছত্তিশগড়ে কংগ্রেসের ক্ষমতায় ফেরা প্রায় নিশ্চিত। রাজ্যটিতে ৯০ আসনের বিধানসভায় ইতোমধ্যেই ম্যাজিক ফিগারের থেকেও বেশি এগিয়ে কংগ্রেস। ফলে ১৫ বছরের বিজেপি সরকারের পতন হতে চলেছে এখানে। আর তাতে গদি হারাবেন রমণ সিং।

রাজস্থানেও কংগ্রেসের ভালো অবস্থা। রাজ্যটির বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার গদিও গেলো গেলো অবস্থা। এখানে ২০০ আসনের বিধানসভায় কংগ্রেস এগিয়ে রয়েছে। তবে বিজেপিও প্রায় কাছাকাছিই রয়েছে।

তেলেঙ্গানায় এগিয়ে তেলঙ্গানা রাষ্ট্র সমিতি। যদি এ রকমই থাকে ফলাফল, তবে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় যাবে এ সমিতি। এছাড়া দ্বিতীয় স্থানে আছে কংগ্রেস-টিডিপি জোট। বিজেপি তাদের চেয়ে পিছিয়ে থাকলেও তেমন ব্যবধান নেই প্রধান দুই দলের মধ্যে।

মিজোরাম ৪০ আসনের বিধানসভায় ইতোমধ্যেই ২০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। কংগ্রেস এগিয়ে ১০টির মতো আসনে। বিজেপি তাদের পেছনে।

Back to top button