ভারতের কর্নাটকে বাস দূর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত
ভারতের কর্নাটক রাজ্যের মন্দা জেলায় এক বাস দূর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। নিহতের মধ্য কয়েকজন শিশুও রয়েছে বলে জানা যায়। শনিবার দুপুরে দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিগত বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিলো। রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরু থেকে ১০৪ কিলোমিটার দূরে রাস্তার পাশে বাস খালে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খালে পড়ে যায়। বাসটি কাত হয়ে খালে পড়ে ডুবে গেলে অনেক যাত্রীই সেখান থেকে বের হতে পারেননি। দুর্ঘটনার পরপরিই আশপাশের মাঠে কর্মরত কৃষকেরা উদ্ধার তৎপরতা শুরু করে। তবে তারা অল্প কয়েক জনকেই উদ্ধার করতে পেরেছেন।
কর্নাটকের ডেপুটি মুখ্যমন্ত্রী ড. জি পরেমেশ্বর বলেন, আমার ধারণা চালক হয়তো ঠিকমতো বাসটি চালাচ্ছিলেন না। আমি তা খুঁজে বের করবো। দুর্ঘটনা কবলিত স্থানের ভিডিও ফুটেজে দেখা গেছে স্থানীয়রা দড়ি বেধে বাসটি তুলে সেখান থেকে মরদেহ উদ্ধারের চেষ্টা করছেন। উদ্ধার করা মরদেহগুলো মাটিতে সারিবদ্ধভাবে রাখা হয়েছে।