খেলাধুলা

ভবিষ্যৎ নিয়ে চরম অন্ধকারে আনুচিং মোগিনি

গত বছরের সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশীপ জয়ের মাধ্যমে নতুন ইতিহাস লিখেছিলো বাংলাদেশ নারী ফুটবল দল। নারী দলের সাফ জয়ের উল্লাসে মেতেছিলো পুরো বাংলাদেশ। ইতিহাস সৃষ্টিকারী সেই দলের অন্যতম সদস্য ছিলেন খাগড়াছড়ির আনুচিং মোগিনি। বাংলাদেশকে এত বড় সাফল্য এনে দেওয়া অনুচিং কিছুদিন আগে অভিমানে বিদায় বলেছেন জাতীয় দলকে। সেই থেকেই দুঃস্বপ্ন তাকে ঘিরে ধরেছে। জাতীয় দল থেকে অবসর নেয়ায় ভবিষ্যৎ নিয়ে আছেন চরম অন্ধকারে। জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পরার পর এখন অবসর সময় কাটাচ্ছেন নিজের গ্রামের বাড়িতে।

সদ্য সাবেক ফুটবলার আনুচিং মোগিনি বলেন, “ফুটবলের খেলার জন্য পড়াশোনা ভালোমতো করতে পারিনি। নিজের পরীক্ষা পর্যন্ত দিইনি ফুটবলের জন্য। এখন একদিকে পড়াশোনা নেই আর একদিকে ফুটবলও নেই। এখন মানুষের জমিতে কাজ করতে হবে, তাছাড়া আর কোন উপায় নেই।”

সেই সাথে জানালেন, এখনও বুঝে পাননি ঘোষিত পুরস্কারের পুরো অর্থ। এ ব্যাপারে খোঁজ নিতে গিয়ে জানা যায়, বিসিবির অঙ্গীকার করা টাকা এখনও পায়নি বাফুফে। সেই সাথে বাফুফের দুই সহ-সভাপতির প্রতিশ্রুত টাকাও হাতে পাননি। পুরস্কারের বাকী অর্থ হাতে পেলে জমি কিনবেন বলে জানিয়েছেন অনুচিং।

Back to top button