আঞ্চলিক সংবাদ
বৌদ্ধ মন্দির ক্যাং এর অধ্যক্ষ’র উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
কক্সবাজার শহরের উইমাতারা ক্যাং এর অধ্যক্ষ’র উপর হামলারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাং এর অবৈধ জমি দখলদারদের উচ্ছেদের দাবীতে ১৬ই জুলাই রাখাইন বৌদ্ধ সম্প্রদায়ের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথং ইং ;সভাপতি, ক্যাং পরিচালনা কমিটি, প্রজ্ঞানন্দ ভিক্ষু ও মংথনে হ্লা রাখাইন; সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম, কক্সবাজার জেলা শাখা।
বক্তারা অধ্যক্ষ’এর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে এর দ্রুত বিচার দাবী করেন। এবং ক্যাং এর জমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ এর দাবী করেন। উল্লেখ্য, গত ১৩ জুলাই ক্যাং এর ৭৭ বছর বয়সী বৃদ্ধ পুরোহিতের উপর ধারালো অস্ত্র দ্বারা হামলা করা হলে তিনি গুরুত্বরভাবে আহত হন।