বেতাগীতে শ্রেণিকক্ষে স্কুল শিক্ষক ধর্ষণের ঘটনায় আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহবাগে মানববন্ধন
বরগুনা জেলার বেতাগী উপজেলার একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে স্কুল শিক্ষক ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সুমন বিশ্বাসসহ আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত ২৪ আগস্ট বিকেল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন – সমাবেশ করেছে নাগরিক সমাজের মঞ্চ জনউদ্যোগ ও হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডি)।
শিক্ষকনেতা অধ্যাপক নুর মোহাম্মাদ তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঐক্য ন্যাপ সভাপতি পংকজ ভট্টাচার্য, নারী নেত্রী শম্পা বসু, সাবেক ছাত্র নেতা আকরামুল হক, বাকী বিল্লাহ, গণজাগরণ মঞ্চের নেতা জীবনানন্দ জয়ন্ত, আদিবাসী নেতা সুবোধ এম বাস্কে, যুব ইউনিয়ন নেতা খান আসাদুজ্জামান মাসুম, আন্তর্জাতিক রবিদাস উনয়ন পরিষদের সভাপতি গৌতম রবিদাস, চানচিয়ার সমন্বয়ক আন্তনী রেমা, আদিবাসী যুব পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সিং, বিসিএইচআরডি এর নির্ভী পরিচালক মোঃ মাহবুবুল হক প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, একের পর এক নারী নিপীড়ণ ও ধর্ষণের ঘটনা ঘটছে। একটি ঘটনারও সুষ্ঠু বিচার হয়নি। প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে হাসপাতালের প্রতিবেদন রহস্যজনকভাবে পরিবর্তন হয়ে যায়। আলামত পরিবর্তনের এ সংস্কৃতি বন্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান। পাশাপাশি আইন প্রয়োগকারী স্থানীয় পুলিশ প্রশাসনকে বাধ্য করা না হলে, প্রায়শই তারা ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধকে ভিন্ন ক্ষাতে প্রবাহিত করতে সচেষ্ট হয় বা আপোষ মিমাংসা করার জন্য বাদি পক্ষকে চাপ প্রয়োগ করে থাকে। অথচ প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে না। এসব ব্যর্থতা ও অনৈতিক তৎপরতায় প্রকৃত অপরাধীরা আরো সাহসী হয়ে ওঠে। নারীরা আজ সমাজে নিরাপত্তাহীন হয়ে পড়েছে। ঘরে বাইরে, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল সর্ব্বত্র নারীদের জন্য বিপদ ওঁৎ পেতে থাকে। ফলে নারীর অগ্রযাত্রায় নিরাপত্তাহীনতা আজ প্রধান অন্তরায় হয়ে উঠেছে। বিবৃতিতে নেতৃবৃন্দ, অবিলম্বে বেতাগীর শ্রেণিকক্ষে স্কুল শিক্ষক ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সুমন বিশ্বাসসহ আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি জানান। সেইসাথে ধর্ষণের এ মহোৎসব প্রতিরোধে সমাজের সচেতন নাগরিকদের সক্রিয় উদ্যোগের আহ্বান জানান।