আঞ্চলিক সংবাদ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

আদিবাসী ছাত্র পরিষদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ৯ মে ২০১৬ সোমবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বরে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (৮ম ব্যাচ) আদিবাসী শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়।
আদিবাসী ছাত্র পরিষদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পরিমল মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট শ্রমিক নেতা অশোক সরকার, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিভূতী ভূষণ মাহাতো, বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদ বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক রাজিব কুমার মাহাতো, নারী বিষয়ক সম্পাদক চম্পা তির্কী, সদস্য যুগেশ ত্রিপুরা, ৮ম ব্যাচের শিক্ষার্থী অনন্ত মাহাতো প্রমূখ। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার মাহাতো।
শুরুতেই প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

Back to top button