অন্যান্য

বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী

নাশকতা পরিকল্পনার দু’টি মামলায় গ্রেফতার জামায়াতের আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ ৮ শীর্ষ নেতার প্রত্যেককে পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের দু’টি মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে হাজিরের পর, রিমান্ড শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এই রিমান্ড মঞ্জুর করেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

নাশকতার পরিকল্পনার অভিযোগে সোমবার রাতে উত্তরার একটি বাসা থেকে জামায়াতের আমীর মকবুল আহমাদসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। পরে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর, তাদের মঙ্গলবার বিশেষ ক্ষমতা আইন এবং বিস্ফোরক দ্রব্য আইনের পুরনো দু’টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে– আদালতে পাঠায় পুলিশ। এসময় পুলিশ আটজনকে দশ দিন করে ২০ দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচদিন করে ১০ দিন মঞ্জুর করে। এদিকে, আসামিদের বয়স ও অসুস্থতার কথা উল্লেখ করে– তাদের রিমান্ড না নেয়ার আবেদন জানান, আসামীপক্ষের আইনজীবী। ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত নেতাদের গ্রেপ্তার করা হয়েছে দাবি করে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সংগঠনটি।

Back to top button