আঞ্চলিক সংবাদ

বৃষ্টি হলে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন

শহরে পাহাড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের বৃষ্টি হলে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। শনিবার দুপুরে শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে গিয়ে বসবাসকারীদের এ নির্দেশ দেওয়া হয়।

দুপুর ১২টার দিকে রাঙামাটি জেলা প্রশাসক মো. এ কে এম মামুনুর রশিদ শহরের শিমুলতলী, নতুনপাড়া ও মোনতলা এলাকায় যান। সেখানে ঝুঁকিতে বসবাসরত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। সতর্ক বার্তা হিসেবে বেশ কিছু ঝুঁকিপূর্ণ এলাকায় সাইনবোর্ড টাঙানো হয়। বৃষ্টি হলে যেন নিরাপদ স্থানে চলে যান তা নির্দেশ দেন জেলা প্রশাসন। যারা ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করছে, তাদের জন্য আগাম আশ্রয়কেন্দ্র প্রস্তুত করে রাখা হয়েছে বলে জানানো হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল আলম, জেলা প্রশাসনের কর্মকর্তা তাপস শীল ও রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক প্রমুখ।

Back to top button