শিল্প ও সংস্কৃতি

বিশ্বের সবচেয়ে বড় বইমেলা শুরু হয়েছে ফ্রাঙ্কফুর্টে

বিশ্বের একশ দেশ থেকে সাত হাজারের বেশি প্রকাশক আর প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হয়েছে ফ্রাঙ্কফুর্ট বই মেলা। পাঁচ দিন ব্যাপী ঐতিহ্যবাহী এই বই মেলার এটা ৬৯ তম আয়োজন।

ফ্রান্সের প্রেসিডেন্ট এ্যমুনিয়েল ম্যাখোঁ ও স্বাগতিক দেশ জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল মঙ্গলবার মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ বলেন, ইউরোপীয় সংস্কৃতি ইউরোপকে এগিয়ে নিয়ে যাবে।

ঐতিহ্যগত ভাবে ফ্রান্স ও জার্মানির মধ্যে নানা মতপার্থক্য থাকলেও, সাংস্কৃতিক বন্ধন দুই দেশ তথা ইউরোপকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বলেন, ইউরোপীয় সাহিত্য সংস্কৃতি ইউরোপের মানুষকে আরও ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এই মেলা চলবে। মেলায় অন্তত দুই লাখ সত্তর হাজার দর্শনার্থীদের সমাগম হবে বলে আয়োজকদের ধারণা।

Back to top button