বিলাইছড়িতে জেএসএস সদস্যসহ ৩ জুম্ম বাড়িতে নিরাপত্তা বাহিনীর তল্লাশী
গত ২৯ ডিসেম্বর ২০১৭ দিবাগত রাত আনুমানিক ১২:৩০ টায় রাঙ্গামাটি জেলাধীন বিলাইছড়ি উপজেলার দীঘলছড়ি সেনা জোনের একদল সেনাসদস্য উপজেলাধীন ১নং বিলাইছড়ি ইউনিয়নের হাজাছড়া গ্রামের জনসংহতি সমিতি (জেএসএস)-র সদস্যসহ ৩ জুম্ম বাড়িতে একের পর এক তল্লাশী চালায়, জিনিসপত্র তছনছ করে দেয় এবং বিভিন্ন হুমকি-ধামকি প্রদান করে।
তল্লাশীর শিকার জুম্মরা হলেন-
১. ধনময় চাকমা (৩৫) পীং-নম কুমার চাকমা। তিনি জনসংহতি সমিতির বিলাইছড়ি ইউনিয়ন কমিটির সহ-সভাপতি।
২. রূপায়ন চাকমা (২৮) পীং-অজ্ঞাত। তিনি পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির বিলাইছড়ি থানা কমিটির সাংগঠনিক সম্পাদক।
৩. সুশান্ত চাকমা (২৪) পীং-অরুণ বিকাশ চাকমা। তিনি পাহাড়ী ছাত্র পরিষদের বিলাইছড়ি থানা কমিটির সাধারণ সম্পাদক।
জানা গেছে, সেনাসদস্যরা প্রথমে দিবাগত রাত ১২:৩০ টায় একযোগে উক্ত তিনটি বাড়িতে তল্লাশী চালিয়ে জিনিসপত্র তছনছ করে দিয়ে ফিরে আসে। এসময় উক্ত ব্যক্তিরা বাড়িতে ছিলেন না।
এরপর রাত ১:৩০ টার দিকে সেনাসদস্যরা আবার রূপায়ন চাকমার বাড়িতে ঢুকে তল্লাশী চালায় এবং রূপায়ন চাকমার স্ত্রীকে লাঠি দিয়ে মারধরের ভয় দেখায়। এসময় সেনাসদস্যরা রূপায়ন চাকমার স্ত্রীর কাছে তার স্বামী কোথায় গেছে জানতে চায় এবং অচিরেই ক্যাম্পে দেখা করতে না গেলে তার স্বামীর অসুবিধা আছে বলে হুমকি দেয়।
উল্লেখ্য যে, বেশ কিছু দিন ধরে সেনাবাহিনী বিলাইছড়ির বিভিন্ন গ্রামে জনসংহতি সমিতির সদস্যসহ নিরীহ জুম্ম গ্রামবাসীদের বাড়িতে তল্লাশী, হয়রানি, আটক ও নির্যাতন চালিয়ে আসছে। ফলে, গ্রামের অনেকেই এখন বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছে।
তথ্যসূত্রঃ তথ্য ও প্রচার বিভাগ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।