জাতীয়
বাড়ি ফিরেছেন জোহা
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ‘সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট’ হিসেবে পরিচয় দিয়ে পর্যালোচনায় অংশ নেওয়ার পরে নিখোঁজ তানভীর জোহা ওরফে তানভীর হাসান জোহা বাসায় ফিরেছেন।
বুধবার (২৩ মার্চ) সকালে জোহার চাচা মাহাবুব আলম জানান, মঙ্গলবার দিনগত রাতে বিমানবন্দর থানায় এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়।
এ প্রসঙ্গে এর বেশি কিছু বলেননি মাহাবুব আলম।
এর আগে বুধবার (১৬ মার্চ) দিনগত রাত ১টার দিকে জোহা নিখোঁজ হন। জোহার স্বজনদের অভিযোগ, রাজধানীর কচুক্ষেতে জোহাকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।