আঞ্চলিক সংবাদ
বান্দরবান বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ক্ষতিগ্রস্থ
বান্দরবান জেলা সদরের বাজারে অগ্নিকাণ্ডের ঘটোনা ঘটেছে। সোমবার বিকেলে ৪ টার দিকে বান্দরবান বাজারের একটি মাইক সার্ভিস ও ব্যাটারী চার্জারের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং পার্শ্ববর্তী একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। সকাল থেকে বৃষ্টি থাকায় আগুন ছড়িয়ে না পড়লেও চারিদিকে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়।
খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে।
বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, আগুনের কারনে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং বান্দরবান পৌর আওয়ামীলীগ নেতা অমল কান্তি দাশের ঠিকাদারী অফিস আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।