আঞ্চলিক সংবাদ
বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে হত্যা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারির উপরশাখপাড়ায় বৃদ্ধ এক বৌদ্ধ ভিক্ষুকে ভিক্ষুকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৪ই মে শনিবার সকালে বিহারে তাঁর লাশ পাওয়া গেছে।
নিহত বৌদ্ধ ভিক্ষুর নাম উ গাইন্দ্যা (৭০)। তিনি গ্রাম থেকে কিছুটা দূরে ছোট একটি বিহারে একাই থাকতেন।
ভোর ৫ টার দিকে সকালের খাবার দিতে গিয়ে তার গলাকাটা লাশ দেখতে পান অন্য ভিক্ষুরা।গতকাল শুক্রবার গভীর রাতে তাঁকে হত্যা করা হয় বলে পুলিশ ধারণা করছে। কে বা কারা কেন বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেছে, তা এখনই বলা যাচ্ছে না। মন্দির থেকে কোনো কিছু চুরি হয়নি।
ভিক্ষু হওয়ার আগে উ গাইন্দ্যার গৃহী নাম ছিল মংসৌই উ চাঁদ।