বান্দরবানে প্রথম বারের মত এম এন লারমার ৭৯তম জম্মবার্ষীকি পালিত
অদ্য ১৫ সেপ্টেম্বর ২০১৮ ইং শনিবার সকাল ১১:০০ ঘটিকার সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা কমিটি উদ্যোগে পার্টি জেলা কার্যালয়ে প্রথম বারের মত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা(এম এন লারমা)৭৯ তম জম্মবার্ষিকী বান্দরবান জেলা সভাপতি উ: উছোমং মারমা সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মহান পার্টির সহ- সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সম্মানিত সদস্য উ: কে এস মং মারমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮০দশকে মহান পার্টির সদস্য উ: অংসাচিং মারমা ,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা কমিটির সহ-সভাপতি ও রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উ: অংথোয়াইচিং মারমা,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক ও রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান উ:ক্যাবামং মারমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী: শম্ভু কুমার তঞ্চঙ্গ্যা,পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার অর্থ সম্পাদক ও বান্দরবান সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছাত্র নেতা বাঅং সিং মারমা,হিল উইমেন্স ফেডারেশন বান্দরবান জেলা শাখার সভানেত্রী শান্তিদেবী তঞ্চঙ্গ্যা,অনুষ্ঠানের শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।বক্তরা বলেন এম এন লারমা আদর্শ আমাদের উপলদ্ধি করতে হবে এবং তার চিন্তা চেতনা সমাজের কাছে পোছে দিতে হবে আর না হলে জুম্ম জাতীয়বাদ প্রতিষ্ঠত হবে না ,আরো বলেন ছাত্র সমাজ ও যুব সমাজ বৃহত্তর আন্দোলণের জন্য সংগ্রামী হয়ে আন্দোলন করতে হবে। পার্বত্য চুক্তি বাস্তবায়ন যথাযথভাবে করার জন্য বর্তমান সরকারকে দাবী জানান। মানবেন্দ্র নারায়ণ লারমা জম্ম বার্ষিকী উপলক্ষে ১৪ও ১৫ সেপ্টেম্বর দুই দিন ব্যাপি চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি আয়োজন করা হয়।