আঞ্চলিক সংবাদ
বান্দরবানে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩০ জনের অধিক যাত্রী আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রাজু (৩৬)। তিনি বাসের হেলপার ছিলেন।
পুলিশের ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের বাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকালে কক্সবাজার থেকে বান্দরবানের উদ্দেশে যাত্রার পথে বান্দরবান শহরের বাস স্টেশন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। বাসটিতে ৫৭ জন যাত্রী ছিলেন।
এটি ঢালু সড়কে বড় লোহার খুটির সাথে মারাত্মক ভাবে ধাক্কা লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে।