বান্দরবানে ত্রিপুরা আদিবাসী নারী ধর্ষণের ঘটনায় মামলাঃ অভিযুক্ত আসামি গ্রেপ্তার
আইপিনিউজ ডেক্স(ঢাকা): বান্দরবান পার্বত্য জেলা সদরের বালাঘাটার লেমুঝিরি পাড়া এলাকায় ত্রিপুরা আদিবাসী নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষককে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে। স্থানীয়সূত্র এই তথ্যটি আইপিনিউজকে নিশ্চিত করেছে।
গ্রেফতার হওয়া আসামী ৭নং ওয়ার্ড বান্দরবান সদর ইউনিয়নে লেমুঝিড়ি মূখ পাড়ার আমান চৌধুরীর ছেলে মোঃ ফরহাদ চৌধুরী (৩০) । সে বান্দরবান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২য় বর্ষের ছাত্র।
গত ১৪মে (শনিবার) দুপুরে বান্দরবান সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড লেমুঝিরি মূখ পাড়ায় উক্ত আদিবাসী নারীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এই বিষয়ে ধর্ষণের শিকার নারীর স্বামী আইপিনিউজকে জানান, আমি একজন সাধারণ দিনমজুর। আমার স্ত্রী একজন বুদ্ধি প্রতিবন্ধী নারী। আমার ছোট্ট একটি বাচ্চা আছে। আমি কাজ করার জন্য রোয়াংছড়িতে গিয়েছিলাম। আমি যখন কাজে চলে যায় তখন আগে থেকে ফাঁদ পেতে থাকা বখাটে ছেলে ফরহাদ উদ্দিন চৌধুরী আমার স্ত্রীর ঘরের মধ্যে ঢুকে তাকে জোর জোরপূ্র্বক ধর্ষণ করে । আমি পরে কাজ থেকে আসলে আমার আত্মীয় স্বজনরা আমাকে ধর্ষণের কথা জানায়।
গতকাল সোমবার এ ঘটনায় মামলা হলে রাতেই লেমুঝিরি পাড়া এলাকা থেকে অভিযুক্ত ফরহাদ চৌধুরীকে (২৯) গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক কারিমুজ্জামান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ফরহাদ ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।’