আঞ্চলিক সংবাদ

বান্দরবানে জেএসএস -এর ১৫ নেতাকর্মীর জামিন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলার ১৫ নেতাকর্মীকে জামিন মঞ্জুর করেছেন বিজ্ঞ জেলা জজ আদালত।

আদালত সূত্রে জানা গেছে ২৬ নভেম্বর রোববার সকালে জেলা জজ আদালতের বিজ্ঞ জেলা জজ জনসংহতি সমিতির ১৫ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য , গত ২০ নভেম্বর চীফ জুডিসিয়াল আদালতে মামলার জামিন চাইতে গেলে জেলা চীফ জুডিসিয়াল আদালত জেলা কারাগারে প্রেরণ করা নিদের্শ দেন এই ১৫ নেতাকর্মীকে । ১৬ নভেম্বর রাজবিলা ইউনিয়নে তাইংখালী এলাকার মটর সাইকেল চালক আলিমের উপর গুলি বর্ষণ ঘটনার পর জেএসএস ১৮ নেতাকর্মীদের নাম উল্লেখ করে মামলার দায়ের করা হয়। জেএসএস নেতাকর্মীদের হয়রানিমূলক মিথ্যা মামলা ও হয়রানি না করার জন্য জেলা প্রশাসক মাধ্যমে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন জনসংহতি কমিটির সদস্যরা।

জামিন প্রাপ্ত নেত্রীবৃন্দরা হলেন জলিমং মারমা, মংপু মার্মা, চিংহ্লামং চাক, মস্তু মারমা, অজিত তংচঙ্গ্যা, ও উবাচিং মারমা সহ অন্যান্যরা।

Back to top button