আঞ্চলিক সংবাদ

বান্দরবানে এম এন লারমার মৃত্যবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক; বান্দরবনঃ আজ ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান সদর থানা কমিটি উদ্যোগে সকাল ৮.০০ ঘটিকার সময় প্রভাতফেরি, সকাল ৮.৩০ঘটিকার সময় জুম্মজনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বীর শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০.০০ঘটিকার সময় শোকসভা অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান সদর থানা কমিটির সভাপতি উচসিং মারমার সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও আঞ্চলিক পরিষদের মাননীয় সদস্য কে এস মং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সদস্য ও আঞ্চলিক পরিষদের সম্মনীত সদস্য সাধুরাম ত্রিপুরা মিল্টন, পার্টির কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জলিমং মারমা, পার্টির কেন্দ্রীয় ভূমি বিষয়ক সম্পাদক চিংহ্লামং চাক, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা কমিটির সংগ্রামী সভাপতি উছোমং মারমা, আরো বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশন বান্দরবান জেলা সভানেত্রী শ্রীমতি শান্তিদেবী তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা প্রুনুঅং মারমা, বান্দরবান সরকারি কলেজ শাখার সভাপতি ছাত্রনেতা থোয়াইক্যাজাই চাক। সভা সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান সদর থানা কমিটির সাধারণ সম্পাদক পুশৈথোয়াই মারমা।

সভার শুরুতে জুম্মজনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের বীর শহীদদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠ ও সকল বীর শহীদ, শহীদ পরিবারের সদস্য, যারা রক্তক্ষয়ী সংঘর্ষে পঙ্গুত্ববরণ, জেলে অন্তরীন ও অমানবিক নির্যাতনের শিকার হয়ে মানবেতর জীবন অতিবাহিত করছেন এবং তাদের আত্বীয়স্বজন সকলের উদ্দেশ্যে ২মিনিট মোনব্রত পালন করা হয়। সভায় শোকপ্রস্তাব পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান সদর থানা কমিটির সহ- সাধারণ সম্পদক জননেতা সুজয় চাকমা।

সন্ধ্যা ৬.০০ঘটিকার সময় বীর শহীদদের উদ্দেশ্যে ফানুস উত্তোলন এবং মোমবাতি প্রজ্জলন করা হয়।

Back to top button