আঞ্চলিক সংবাদ

বান্দরবানে অর্ধদিবস হরতাল পালিত

বান্দরবানে আওয়ামী লীগ নেতা চথোয়াইমং মারমাকে হত্যার প্রতিবাদে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। রবিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলে বেলা ১২টা পর্যন্ত।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। হরতালের কারণে বান্দরবান-রাঙ্গামাটি, কক্সবাজার, চট্টগ্রাম-ঢাকা সব রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। হাটবাজারগুলোতে খোলেনি কোনো ধরনের দোকানপাট।

Back to top button