আঞ্চলিক সংবাদ
বান্দরবানের সঙ্গে দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
অবিরাম ভারি বর্ষণে বান্দরবানের সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পাড়ের অনেক বাড়ি স্রোতে ভেসে গেছে বলে খবর পাওয়া গেছে।
অন্যদিকে, প্রধান সড়কে পানি ওঠায় বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গতকাল সোমবার বিকেলে জেলার কেরানী হাটের বাজালিয়ার বুড়ির দোকান অংশের সড়ক পানিতে তলিয়ে যায়। এরপরও ভারি যান চলাচল করছিল।
কিন্তু, মঙ্গলবার সকালে সাতকানিয়ার বাজালিয়া অংশে সড়কের উপর দিয়ে কয়েক ফুট উচ্চ পানি প্রবাহিত হচ্ছে। এর ফলে এ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
অনেক অংশে প্রবল বর্ষণের ফলে পাহাড়ধসে সড়কে পড়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় সেগুলো সরানোও সম্ভব হচ্ছে না।
এদিকে, সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। এখন সড়কের কয়েক ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।