অন্যান্য

বান্দরবানের বৌদ্ধ ভিক্ষু হত্যা মামলায় তিন জঙ্গিকে আদালতের হাজির

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারিতে গত বছরের ১৪ মে বৌদ্ধ ভিক্ষু উ দেমা উয়াছা ওরফে মংশৈ উ চাক কে হত্যার মামলায় তিন জঙ্গিকে সোমবার বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। আসামিরা হলেন, আর্জিনা, জহিরুল হক প্রকাশ ওরফে জসিম এবং হাসান। তাদের বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি এলাকায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রামে সীতাকুন্ডে ছায়ানীড়ের বাড়িতেও জঙ্গি সম্পৃক্ততায়ও তারা জড়িত বলে জানান পুলিশ। গত ৭ মার্চ কুমিল্লার চান্দিনার যাত্রীবাহি বাসে বোমা হামলার ঘটনায় জহিরুল হক ও হাসানকে এবং আর্জিনাকে তার শিশুসহ চট্টগ্রামের সীতাকুন্ডে আস্তানা থেকে ১৫ মার্চ গ্রেফতার করে র‌্যাব ও পুলিশ।
জানা গেছে, গত বছরের ১৪ মে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি এলাকার উপ চাক পাড়ায় মধ্য রাতে বৌদ্ধ বিহারের প্রবেশ করে ভিক্ষু উ দেমা উয়াছা ওরফে মংশৈ উ চাক কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্বজনরা নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা মামলা দায়ের করে। বহুল আলোচিত এই নির্মম হত্যাকান্ডের ঘটনার বিচারের দাবীতে সারাদেশে বৌদ্ধ সম্প্রদায় মানবন্ধন সহ বিভিন্ন কর্মসূচী পালন করে। বৌদ্ধ ভিক্ষু উ দেমা উয়াছা ওরফে মংশৈ উ চাক এর হত্যাকান্ডের পর এ ঘটনায় তখন তিন রোহিঙ্গাকে গ্রেফতার করে পুলিশ। পরে কুমিল্লা ও চট্টগ্রামের সীতাকুন্ডে ছায়ানীড়ের বাড়ি থেকে গ্রেফতার হওয়া এই তিন জঙ্গি বৌদ্ধ ভিক্ষু হত্যায় জড়িত থাকার বিষয়ে পুলিশ অনুসন্ধানে জানতে পারে।
প্রসঙ্গত, এই তিন জঙ্গিকে বান্দরবান জেলা কারাগার থেকে বান্দরবানের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে হাজির করাকে কেন্দ্র করে আদালতপাড়াসহ বান্দরবান শহরের কড়া নিরাপত্তা গ্রহন করে পুলিশ, মাঠে নামানো হয় ডিবি সদস্যদের।

Back to top button