আঞ্চলিক সংবাদ

বান্দরবানের পাহাড় ধসে নিহত ১ : নিখোঁজ ২, উদ্ধার ৪ জন

বান্দরবানের রুমা উপজেলার সড়ক পথের দলিয়ান পাড়া এলাকায় সড়কের উপর পাহাড় ধসে মাটি চাপা পড়ে ১জন নিহত হয়েছে। নিহতের নাম চিংমেহ্লা মারমা(১৯)। ঘটনায় ৬জন নিখোঁজ থাকলেও ৪জনকে উদ্ধার করে স্থানীয়রা, এখনও নিখোঁজ ব্যক্তিরা হলেন সিংমেচিং (১৭),মুন্নি বড়ুয়া(৩৫)। মুন্নি পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সকাল নয়টার দিকে জেলার রুমা থেকে সড়ক পথে পায়ে হেঁটে বান্দরবান সদরে আসার সময় পাহাড় ধসে এ ঘটনা ঘটে।
ঘটনার পর আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স ও বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর জেলার দমকল বাহিনীর সদস্য, সেনা সদস্য ও রেডক্রিসেন্ট এর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।
এদিকে ঘটনার পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ বলেন, এই ঘটনায় বেশ কয়েকজন নিঁখোজ আছে, উদ্ধার অভিযান সম্পর্ন হবার পর বিস্তারিত জানাতে পারবো।

Back to top button