অন্যান্য

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে করোনা রোগী সনাক্ত

বান্দরবানে প্রথমবারের মত করোনা রোগী সনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫৯ বছর বয়সী এক ব্যাক্তির পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, ঘুওধুম ইউনিয়নের ঐ ব্যাক্তির করোনা ভাইরাসেরে উপসর্গ দেখা দিলে তার নমুনা পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার সেখান থেকে তার পজিটিভ রিপোর্ট আসে।

আক্রান্ত ব্যাক্তির যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। ঐ এলাকায় যেন ভাইরাসটি ছড়িয়ে পড়তে না পারে সে জন্য প্রশাসনিক ব্যাবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা।

Back to top button