অন্যান্য
বাঘাইহাট-সাজেকে যান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ
পর্যটকবাহী যানবাহনসহ সকল প্রকার যানের নিরাপত্তার দাবিতে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-সাজেকের রুইলুই পর্যন্ত কেন্দ্র পর্যন্ত ৩৬ কিলোমিটার সড়কে যান চলাচল অনিদিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বাস, মিনিবাস, পিকআপ যানবাহন সমিতির মালিক ও চালকরা। রোববার সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়।
গত শনিবার যানবাহন সমিতির বিভিন্ন স্তরের সদস্যদের মোবাইলে বাঘাইহাট-সাজেক সড়কে যান চলাচল করলে এগুলো পুড়িয়ে দেয়াসহ বড় ধরণের ক্ষতি করা হবে অজ্ঞাত স্থান থেকে এমন হুমকির প্রতিবাদ রোববার সকাল থেকে এই কর্মসূচি শুরু করেন যানবাহন মালিক ও চালকরা।
এই কর্মসূচির কারণে সাজেকে কোন পর্যটক যেতে পারছে না। অনেককে মাঝ পথ থেকে ফিরতে হচ্ছে। উল্লেখ্য, এর আগেও এই সড়কে পর্যটকবাহী একটি মাইক্রোবাস পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা।