আঞ্চলিক সংবাদ
বাঘাইছড়িতে জেএসএসের ৪৮ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ ও বাজার বয়কটের ডাক
রাঙামাটি জেলার বাঘাইছড়িতে জেএসএস এমএন লারমা গ্রুপের সদস্য বসু চাকমা হত্যার ঘটনায় মামলা প্রত্যাহারের দাবিতে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির পুর্ব ঘোষিত ৪৮ ঘন্টার সড়ক নৌপথ অবরোধ ও বাজার বয়কটের ডাক দিয়েছে। গত ৮ জানুয়ারি জনসংহতি সমিতি বাঘাইছড়ি উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক দয়া সিন্ধু চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসুচি ঘোষণা করা হয়েছিল।
বসু চাকমা হত্যাকান্ডে জনসংহতি সমিতি সমর্থিত ২৭ নেতা কর্মীর দায়েরকৃত মামলা ১৫ জানুযারির মধ্যে প্রত্যাহার করা না হলে ১৬ জানুয়ারি থেকে ৪৮ ঘন্টার সড়ক ও নৌ পথ অবরোধ এবং অনির্দিষ্টকালের জন্য বাঘাইছড়ি উপজেলার সকল হাট বাজার বয়কট করার ঘোষণা দেয়া হয়েছিল। রাঙামাটি জেলা জনসংহতি সমিতির সাধারন সম্পাদক নীলৎপল খীসা জানান, যেহেতু মামলা প্রত্যাহার করা হয়নি সেহেতু পুর্ব ঘোষিত কর্মসুচি আজ থেকে পালন করা হয়েছে।