বাগাছাস ঢাকা মহানগরের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঢাকা মহানগর শাখার সংগ্রামের গৌরবময় ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বর্গীয় লুথারসন যেত্রার ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ বিকাল ৫ ঘটিকায় নকমান্দি গারো কমিউনিটি সেন্টারে বাগাছাস, ঢাকা মহানগর শাখার সভাপতি অলিক মৃ’র সভাপতিত্বে বাগাছাস,ঢাকা মহানগর শাখার যুগ্ম সাধারন সম্পাদক পল্লব রেমার সঞ্চালনায় বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঢাকা মহানগর শাখার সংগ্রামের গৌরবময় ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বর্গীয় লুথারসন যেত্রার ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় বক্তব্য রাখেন,বাগাছাস,ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি সবুজ নকরেক, সাবেক সহসভাপতি রনি নকরেক, সাবেক সভাপতি নোয়া চাম্বুগং, সাবেক সভাপতি পাপ্পু ডিও, কেন্দ্রীয় সংসদের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সহসম্পাদক শুভ্র চাম্বুগং, বক্সীগঞ্জ শাখার সভাপতি রাজেশ খকসী সহ প্রমুখ।
আলোচনা সভার প্রারম্ভেই স্বর্গীয় লুথারসন যেত্রার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।পরে কেক কেটে ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।