আঞ্চলিক সংবাদ
বাগাছাসের মহা সমাবেশ আগামীকাল ২৮ জুলাই
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও সমতলের আদিবাসীদের পৃথক মন্ত্রণালয় গঠনের দাবিতে বাগাছাসের মহাসমাবেশ আগামীকাল ২৮ জুলাই শেরপুরে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) শেরপুর জেলার চার উপজেলা শাখা (শেরপুর সদর, ঝিনাইগাতী, নালিতাবাড়ী, শ্রীবর্দী) এবং জামালপুর জেলার বক্সীগঞ্জ উপজেলা শাখার যৌথ আয়োজনে এ মহাসমাবেশের আয়োজন করা হয়েছে ।
উক্ত সমাবেশে বাগাছাসের বিভিন্ন শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবে বলে জানা গেছে।
শেরপুর জেলা সদরে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গণে আগামীকাল ২৮ জুলাই সকাল ১১ টায় এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ।
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের দাবিতে আয়োজিত মহাসমাবেশে সকল গারো /আদিবাসী ছাত্র–জনতাকে অংশগ্রহণের জন্য বাগাছাস আহবান জানিয়েছে।