বাংলাদেশ আদিবাসী ফোরামের জাতীয় সম্মেলন শুরু
১৭ নভেম্বর, সিবিসিবি সেন্টার, ঢাকাঃ বাংলাদেশ আদিবাসী ফোরামের ২ দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে। ঢাকাস্থ আসাদ এভিনিউর সিবিসিবি সেন্টারে ১৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। সম্মেলনের উদ্বোনী অধিবেশনে সভাপতিত্ব করছেন আদবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। উদ্বোধনী অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রীস্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড রানাদাশ গুপ্ত প্রমুখ। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমাও সম্মেলনে উপস্থিত রয়েছেন।
সম্মেলনে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, ময়মনসিংহ, সিরাজগঞ্জ,রাজশাহী, দিনাজপুর, কুমিল্লা, খুলনা, বরিশাল, পার্বত্য অঞ্চল, সাভার ও গাজীপুর সহ সারা দেশ থেকে আদিবাসী ফোরামের নেতৃবৃন্দ যোগ দিয়েছেন। এই ছাড়া আদিবাসী ছাত্র, যুব, নারী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও আমন্ত্রিত হয়েছেন। ১৭ ও ১৮ নভেম্বর ২দিন এই সম্মেলন চলবে।