জাতীয়

বাঁশ দিয়ে চট্টগ্রামে তৈরী করা হয়েছে নান্দনিক পূজা মণ্ডপ 

সুমেধ চাকমা: আজ থেকে শুরু হওয়া নিজেদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রস্তুত চট্টগ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা। মন্ডপে মন্ডপে এখন পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে । তুলির আঁচরে প্রাণ পেয়েছে দুর্গাপ্রতিমা। নানা রঙে বর্ণিল আলোকসজ্জায় সাজেছে মন্ডপ। এদিকে শুধুমাত্র বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে চট্টগ্রামের দক্ষিণ নালাপাড়া পূজামণ্ডপ। নান্দনিক শিল্পকর্মের এই পূজা মণ্ডপটি ১২-১৪ হাজার বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। এই পূজা মণ্ডপটিকে আদিবাসীদের সংস্কৃতি- জীবনধারার সাথে মিল রেখে তৈরী করা হয়েছে।

দক্ষিণ নালাপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন অসিত সেন বলেন, ‘পুরো পূজা মণ্ডপটি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। ১২-১৪ হাজার বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। প্রতিবছরই আমরা কিছু নতুনত্ব আনার চেষ্টা করি। তারই ফল এবারের মণ্ডপটি।”

 

পূজা মণ্ডপটির তত্ত্বাবধায়ক পঙ্কজ বৈদ্য সুজন বলেন, “সার্বজনীন দুর্গোৎসবে আমরা নতুনত্ব আনার চেষ্টা করি, এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রায় ৫ মাস পরিশ্রমের করে এই পূজা মণ্ডপটি তৈরী করা হয়েছে।”

চট্টগ্রামে ব্যক্তিগত, ঘটপূজাসহ এবছর মোট ২,৩২৪টি পূজামন্ডপে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মহানগরের প্রধান পূজা মন্ডপ জেএম সেন হল প্রাঙ্গণসহ এবার ১৬টি থানায় পূজা মন্ডপের সংখ্যা ২৮২টি। ১ অক্টোবর (শনিবার) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। ৫ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীতে বিসর্জনের মাধ্যমে শেষ হবে পাঁচ দিনব্যাপী শারদীয় উৎসব। এই উৎসবকে সামনে রেখে নিরাপত্তাসহ বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও পূজা উদযাপন কমিটি।

Back to top button