অন্যান্য

বরেন্দ্র অঞ্চলে পানি ব্যবস্থাপনায় ও কৃষি জমি ব্যবহারে সুশাসন প্রতিষ্ঠার দাবি

সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী: বরেন্দ্র অঞ্চলে পানি ব্যবস্থাপনায় ও কৃষি জমি ব্যবহারে সুশাসন প্রতিষ্ঠা, পানির জন্য দুই আদিবাসী কৃষকের আত্মহত্যায় প্ররোচনাকারি পাম্পের ড্রাইভার সাখাওয়াতেরর বিচার দাবি করা হয়েছে। তারা একই সাথে বরেন্দ্র বহুমূখি উন্নয়ন কতৃপক্ষ বিএমডিএর চেয়ারপার্সস আখতার জাহানের পদত্যাগের দাবি জানানো হয়েছে। সোমবার আজ ২৮ র্মাচ ২০২২ দুপুরে উন্নয়ন সংগঠন পরিবর্তন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়েছে। এতে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, ভারপ্রাপ্ত সাধারণ গণেশ মার্ডি, রাজশাহী মহানগর সম্পাদক আন্দ্রেয়াস বিশ^াস, রুলফাও এর নির্বাহি পরিচালক আফজাল হোসেন, আসুস পরিচালক রাজকুমার শাও এবং পরিবর্তন পরিচালক রাশেদ রিপন। বক্তারা আরো বলেন সাম্প্রতিক সময়ে বিএমডিএ কতৃপক্ষ পুরোপুরি পানি ব্যবসায় নেমে পড়েছে। তারা কৃষকদের জন্য এক নিয়ম এবং কর্পোরেট কোম্পানির জন্য আর এক নিয়ম চালু করেছে। এই এলাকায় প্রান- সেজানসহ বিভিন্ন কারখানায় এবং চালের কলে ব্যপকভাবে পানি উত্তলন করা হচ্ছে। সে দিকে কতৃপক্ষের নজর নেই। তারা কৃষকের চেচের পানিতে কড়াকড়ি করছে। বরেন্দ্র এলাকায় ব্যপকভাবে সাব মার্সিবল পাম্প বসানো হচ্ছে। এটি এই অঞ্চলের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে। বরেন্দ্র এলাকার কৃষি জমি কিনে সেখানে প্লটের ব্যবসা করা হচ্ছে। কালো টাকার মালিকেরা ব্যপকভাবে কৃষি জমি কিনছে। এসব জমিতে ফলের বাগান বা পুকুর তৈরি করছে। অনেক সময় নামমাত্র দামে বা জোর করে ক্ষুদ্র কৃষকের জমি দখল করছে। এই অবস্থা চলতে থাকলে অচিরেই এই অঞ্চলে কৃষকরা সংখ্যালঘু হয়ে পড়বে। তারা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে সবাইকে এক যোগে কাজ করার আহবান জানান।

Back to top button