বরগুনায় রাখাইনদের মন্দির ও বসতবাড়ি থেকে উচ্ছেদ
বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মোমেষাপাড়ার রাখাইন পল্লীতে বৌদ্ধ মন্দির ও বসতবাড়ী থেকে উচ্ছেদের প্রতিবাদে রবিবার সকাল ১১ টায় বরগুনায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভুগি মাচান মে এর পরিবার।
লিখিত বক্তব্যে মাধ্যমে সাংবাদিকদের কাছে বলেন, গত ২৯ জুলাই ঐ এলাকার প্রভাবশালী আঃ রশিদ, আঃ রহমান ও রহিম গাজী গং এরা সংঙ্গবন্ধ হয়ে আমাদের পৈত্রিক রের্কাডিয় ভোগ দখলিয় বৌদ্ধ মন্দির, বসতবাড়ী ও নাল জমিতে দখল করার চেষ্টা চালায়। এ সময় জোড় পূর্বক আমাদের বসত ঘর ভাংচুর লুটপাট করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্নালংকারসহ গুরুত্বপুর্ণ কাগজ পত্র নিয়ে যায়। এতে বাধা দিলে আমাদেরকে মারধর করে পড়নের কাপড় চোপড় টানা হেচরা করে। আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে যেতে দিচ্ছে না। এ ঘটনা নিয়ে তালতলী থানায় ১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করি যাহার নং-২৫। আসামীরা কোর্ট থেকে জামিনে বেড়িয়ে এসে আমাদেরকে মামলা তুলে নিতে হুমকি দেয়।
তিনি আরো বলেন আমরা সংখ্যালঘু বলে আমাদের উপর এ নির্যাতন চালায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন এই অত্যাচার থেকে আমরা বাঁচতে চাই।