আঞ্চলিক সংবাদ

বরগুনাতে রাখাইন আদিবাসীর গলাকাটা লাশ উদ্ধার

বরগুনার তালতলী উপজেলার নামিশেপাড়া গ্রামের রাখাইন আদিবাসীর চীর কুমার নথাও (৬৫) গলাকাটা লাশ বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গেছে, নামিশেপাড়া গ্রামের চীর কুমার নথাও রাখাইনকে সন্ত্রাসীরা গলা কেটে হত্যা করে তার বাগান বাড়ীর ঘরের ভেতরে ফেলে রেখে যায়। ওই লাশের পঁচা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘরে গিয়ে নথাও এর মৃতদেহ দেখে তালতলী পুলিশকে খবর দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে শুক্রবার ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেন। স্থানীয়রা বলেন, প্রতিবেশী শাহ আলম মীরার সাথে রাখাইন নথাও এর দু’একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ জমি নিয়ে আদালতে একাধিক মামলাও রয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কমলেশ চন্দ্র হালদার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Back to top button