বরকলের সীমান্তবর্তী ঠেগা খুব্বাং বাজারের অগ্নিকান্ড
রাঙামাটির বরকল উপজেলার ভূষনছড়া ইউনিয়নের সীমান্তবর্তী ঠেগার খুব্বাং বাজার মঙ্গলবার বিকালে অগ্নিকান্ডে ২টি বাজার সেডসহ ৩৬টি দোকান ও বসত ঘর সম্পুর্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আগুন নেভাতে গিয়ে ২জন আহত হয়েছে।
জানা যায়, উপজেলার ভূষনছড়া ইউনিয়নের সীমান্তবর্তী ঠেগার খুব্বাং বাজারের গতকাল বিকালের দিকে রাম চাকমার চায়ের দোকানের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। আগুন লাগার সাথে সাথে বাজারের ২টি বাজার সেড ৩৬টি দোকান ও বসতঘরের বিভিন্ন মালামাল আসবাবপত্র সোলার প্যানেল ব্যাটারী সহ প্রায় কোটি টাকার সম্পদ পুড়েঁ ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে মল্লিকা চাকমা ও নিরন শান্তি চাকমা নামের দুজন আহত হয়েছেন বর্তমানে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে তাবু টাঙিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানদার রতন চাকমা সুরেশ কুমার চাকমা ফুলরাজ চাকমা ভুজল চাকমা ও লক্ষন চাকমা জানান, বাজারে হঠাৎ করে আগুন লাগার কারনে কোন কিছু তারা রক্ষা করতে পারেন নি। আগুনের লেলিহান শিখার গ্রাসে তাদের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
তথ্যসূত্র:হিলবিডি২৪.কম