অন্যান্য

বরকলের ভালুভিটায় বুদ্ধমূর্তি নির্মাণে বিজিবির বাধা

রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকল উপজেলাধীন বরকল উপজেলা সদর সন্নিকটস্থ কর্ণফূলি নদীর বুকে অবস্থিত ভালুভিটায় ১৯ ফুট উচ্চতাসম্পন্ন একটি বুদ্ধমূর্তি নির্মাণে বরকল বিজিবি জোন (২২ ব্যাটেলিয়ন) কর্তৃপক্ষ গত ১ মে ২০১৭ তারিখ বাধা দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি ব্যতীত বুদ্ধমূর্তি নির্মাণ করতে বারন করেছে বিজিবি।

জানা যায় যে, বরকল কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধীনে ১৯৪০ সাল থেকে উক্ত ভালুভিটায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা পূজা-অর্চনা করে আসছে। ইতিমধ্যে এলাকাবাসী সেখানে ঘ্যাং স্থাপন করেছে। উক্ত স্থানে ১৯ ফুট উচ্চতাসম্পন্ন একটি বুদ্ধমূর্তি নির্মাণের পরিকল্পনা করে বরকল কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি। ১ মে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করার দিনক্ষণ ঠিক করা হয়। তার আগে ৩০ এপ্রিল উক্ত উদ্বোধনী অনুষ্ঠান না করার জন্য পরিচালনা কমিটির সভাপতি মংহ্লা সিং মারমাকে বরকল বিজিবি জোনের জোন কম্যান্ডার লে. ক. মোহাম্মদ আলাউদ্দিন আল মামুন নির্দেশ প্রদান করেন। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ১ মে এলাকাবাসী উক্ত অনুষ্ঠান সম্পন্ন করে এবং বুদ্ধমূর্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করে। তবে কয়েকজন পুলিশ সমেত একদল বিজিবি সদস্য সেখানে গিয়ে বরকল উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি ব্যতীত উক্ত বুদ্ধমূর্তি নির্মাণ করতে বারন করে এসেছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে কমিটির লোকজন বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে দেখা করে বিষয়টি অবহিত করেন। তবে পরিচালনা কমিটির লোকজন এখনো পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের সাথে দেখা করতে যাননি বলে জানা যায়।

Back to top button