শিল্প ও সংস্কৃতি

বটেশ্বর বর্ণন এনেছে মঙ্গল কুমার চাকমার নতুন বই

বই মেলায় নতুন বই। ৩ ফেব্রুয়ারী একুশে বইমেলায় বটেশ্বর বর্ণন এনেছে মঙ্গল কুমার চাকমার নতুন গ্রন্থ। “বাংলাদেশের আদিবাসী অধিকার ও প্রান্তিকতা “। বটেশ্বর বর্ণন থেকে প্রকাশিত লেখকের দ্বিতীয় বই। ২০১৯ সালে বইমেলায় প্রকাশিত হয়েছিল “বিবর্ণ পাহাড়”। এই বারের মেলার শুরু থেকেই প্রকাশনা সংস্থা বটেশ্বর বর্ণন আবারও নিয়ে এলো মঙ্গল কুমার চাকমার বিভিন্ন নিবন্ধের সংকলন “বাংলাদেশের আদিবাসী অধিকার ও প্রান্তিকতা “। বিবর্ণ পাহাড় -বইটি গেলবার পাঠক মহলে বেশ সমাদৃত হয়েছিল। মঙ্গল কুমার চাকমার নতুন এই পুস্তক আবারও বোদ্ধা পাঠকদের নজর কাড়বে। এটাই প্রত্যাশা। বইমেলা থেকে এখনই সংগ্রহ করুন। মননশীল বইয়ের চাষে এগিয়ে আসুন।
স্টল নং : ৫৯৬/৯৭, বটেশ্বর বর্ণন,
মূল্য : ৫১০ টাকা, ISBN : 978-984-93800-5-4

Back to top button