শিল্প ও সংস্কৃতি
বই মেলায় রূপসী চাকমা’র প্রথম কাব্যগ্রন্থ ‘নিঃশেষে আবেগ’
অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে তরুণ কবি রূপসী চাকমা’র কাব্যগ্রন্থ ‘নিঃশেষে আবেগ’। বইটি প্রকাশ করেছে তিউলি প্রকাশনী।
একুশে গ্রন্থমেলার তিউলি প্রকাশনির ষ্টলে বইটি পাওয়া যাচ্ছে।
ষ্টল নং- ৫৮৯।
বইটির মুল্য ১২০ টাকা।