আন্তর্জাতিক
ফ্রান্সে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ২৮ মে

আগামী ২৮ই মে ২০১৭ ইং রবিবার ইউরোপের প্রথম প্রতিষ্টিত বাংলাদেশী সার্বজনীন বৌদ্ধ বিহার – ফ্রান্সে বৌদ্ধদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় উৎসব মহামতি গৌতম ত্রি- স্মৃতি বিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমা উদযাপন ও শ্রীলংকা সরকার কর্তৃক প্রদত্ত পবিত্র বুদ্ধের দূর্লভ অস্থি ধাতু প্রদর্শনী উপলক্ষে অষ্টপরিস্কার দান সহ ধর্মালোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে শ্রীলঙ্কার মাননীয় রাষ্টদূত মি. তিলক রানা বিরাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এই মহতি ধর্মীয় পূর্ণ্যানুষ্ঠানে ফ্রান্সের সকল ধর্মপ্রাণ পুণ্যকামী ব্যক্তি বর্গের স্বতস্ফূর্ত সবান্ধব উপস্থিতি অংশ গ্রহণ একান্ত ভাবে কামনা করেছেন বিহারাধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধপ্রিয় ভিক্ষু।
কৃতজ্ঞতাঃ ডেইলি সিএইচটি