তথ্য প্রযুক্তি

ফোর-জি চালু করল টেলিটক

রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বাণিজ্যিকভাবে দ্রুত গতির ইন্টারনেট সেবা ফোর-জি চালু করেছে। বিজয় দিবসের সন্ধ্যা থেকে ঢাকার বেশ কিছু এলাকার টেলিটক গ্রাহকরা ফোর-জি সেবা পাচ্ছেন।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন বলেন, ডিসেম্বর মাসের মধ্যেই পুরো ঢাকা শহরে ফোর-জি নেটওয়ার্ক বিস্তারের কাজ শেষ হবে। এর পরই কয়েক সপ্তাহের মধ্যে চট্টগ্রামের গ্রাহকরাও ফোর-জি নেটওয়ার্কের আওতায় আসবেন।

তবে ফোর-জি সেবা নিয়ে আসতে দেরি করলেও ২০১২ সালে অন্যান্য বেসরকারি প্রতিযোগী অপারেটরের প্রায় এক বছর আগেই থ্রি-জি সেবা চালু করেছিল টেলিটক। এবছরের ফেব্রুয়ারি মাসে ঢাক-ঢোল পিটিয়ে দেশ ফোর-জি নেটওয়ার্ক যুগে প্রবেশ করার প্রায় ১০ মাস পর অনেকটা নিভৃতে ফোর-জি সেবা চালু করল টেলিটক।

সাহাব উদ্দিন বলেন, ‘প্রতিদিন ৩০টিরও বেশি এলাকায় ফোর-জি চালু করছি আমরা। ২৫ ডিসেম্বরের মধ্যে সারা ঢাকা সর্বোচ্চ দ্রুতগতির এই নেটওয়ার্কের আওতায় চলে আসবে।’

শুরুতে রাজধানীর গুলশান, নিকেতন, বারিধারা, বনানী, রমনা, মতিঝিল, মোহাম্মদপুর, ধানমন্ডি, শ্যামলী, ফার্মগেট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় টেলিটকের ফোর-জি নেটওয়ার্ক পাওয়া যাবে।

টেলিটক কর্মকর্তাদের দাবি, এই নেটওয়ার্কেই গ্রাহকরা পাবেন সেরা গতির ইন্টারনেট। টেলিটক ফোর-জি’র ডাউনলোড স্পিড থাকবে ৪০ এমবিপিএস ও আপলোড স্পিড থাকবে ১৫ এমবিপিএস।

ফোর-জি সেবা পেতে বর্তমান থ্রি-জি গ্রাহকদের ‘৪জি’ লিখে ‘১১১’ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

Back to top button