আন্তর্জাতিক

ফেসবুক কর্তৃপক্ষকে থাইল্যান্ডের হুমকি

বিবিসি
ফেসবুক কর্তৃপক্ষকে থাইল্যান্ডের রাজতন্ত্রের সমালোচনামূলক সব ধরনের পোস্ট সরিয়ে নিতে বলেছে দেশটির সরকার। এর অন্যথা হলে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে তারা। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে এ জন্য আগামী মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ বলেছেন, তারা থাই সরকারের এ অনুরোধ বিবেচনা করবেন না। তবে এ বিষয়ে দেশটির আইন মেনে চলবেন বলে জানিয়েছেন তারা। থাইল্যান্ডের কঠোর রাষ্ট্রদ্রোহিতা আইনে রাজতন্ত্রের যে কোনো ধরনের সমালোচনা নিষিদ্ধ। এ জন্য দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।

Back to top button