খেলাধুলা
ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের তালিকা প্রকাশ
বর্ষসেরা ফুটবলার দ্য বেস্টের জন্য ২৪ জনের তালিকায় প্রকাশ করেছে ফিফা। এছাড়া বর্ষসেরা কোচের জন্যও তালিকা দেয়া হয়েছে।
২৪ জনের তালিকায় আছে রিয়াল মাদ্রিদের সাতজন। এ বছরও পুরস্কারের দৌড়ে এগিয়ে থাকছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লিওনেল মেসি ছাড়া বার্সেলোনা থেকে জায়গা পেয়েছেন লুইস সুয়ারেস ও আন্দ্রস ইনিয়েস্তা। ইয়ুভেন্তাস থেকে জিয়ানলুইজি বুফনের সঙ্গী পাওলো দিবালা ও লিওনার্দো বোনুচ্চি।
জাতীয় দলের অধিনায়ক, কোচ ছাড়াও আন্তর্জাতিক মিডিয়ার ভোটে নির্বাচিত হয় বর্ষসেরা। ভোটিং লাইন খুলবে ২১ আগস্ট থেকে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। লন্ডনে ২৩ অক্টোবর ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।