আঞ্চলিক সংবাদ

প্রয়াত মদন কুমার বারোয়ার স্মরণ সভা অনুষ্ঠিত

গতকাল ২৯ নভেম্বর বিকাল ৩টায়  জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মদন কুমার বারোয়ার মৃত্যুতে  শোক র‍্যালি, শ্রদ্ধাঞ্জলি প্রদান ও স্মরণ সভা  অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে র‍্যালি করে রাজবাড়ী বাজার ঘুরে কবরে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে প্রয়াত মদন কুমার বারোয়ার আত্মা শান্তি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

পরে রাজবাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত  স্মরণ সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কি।

স্মরণ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মাহিন্দ্র পাহান, সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় সদস্য ও চাঁপাইনবাবগঞ্জের জেলা সাধারণ সম্পাদক টুনু পাহান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও নিয়ামতপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা, পোরশা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আইচন পাহান, প্রয়াত মদন কুমার বারোয়ার স্ত্রী পুরানি কুজুর, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল গজাড়, সাধারণ সম্পাদক শীত কুমার উরাও, বাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা রতিলাল পাহান, আদিবাসী নেত্রী বাসন্তী উরাও, তৃপ্তি বারো, যুব নেতা মধু উরাও, বিদ্যুৎ কুমার মাহাতো প্রমুখ।

Back to top button