জাতীয়

প্রণব মুখার্জি আজ ঢাকায় আসছেন

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চার দিনের ব্যক্তিগত সফরে আজ রবিবার (১৪ জানুয়ারি) বিকালে ঢাকায় আসছেন। তাকে বহনকারী জেট এয়ারলাইন্সের বিমানটি বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
বাংলাদেশ সফরকালে প্রণব মুখার্জি সাহিত্য সম্মেলনে যোগ দেবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠক করার কথাও রয়েছে।
ভারতের সাবেক এই প্রেসিডেন্ট মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তাকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি দেওয়া হবে।
তথ্যসূত্রঃ বাসস

অবশ্যই পড়ুন
Close
Back to top button