পোড়াপাড়া পারফর্মেন্স আর্ট-২০১৭ এর রেজিস্ট্রেশন চলছে
চট্টগ্রামে পোড়াপাড়া স্পেস ফর আর্টিস্ট এর আয়োজনে আগামী ২৭,২৮, ও ২৯ জুন পারফর্মেন্স আর্ট ওয়ার্কশপ হতে যাচ্ছে।
ওয়ার্কশপ পরিচালনায় জাপানী শিল্পী সেইজি সিমুদা,পরিচালক নিপাফ (নিপ্পন পারফর্মেন্স আর্ট ফেস্টিভ্যাল,জাপান ), শিল্পী জয়দেব রোয়াযা এবং আবু নাসের রবি থাকবেন।
৩ দিনের ওয়ার্কশপে অংশগ্রহণকারী শিল্পীরা ৩০ জুন অনুষ্ঠিতব্য পারফরমেন্স আর্ট ইভেন্ট ” Eternity-2017 ” ইভেন্টে সরাসরি অংশগ্রহণ করবেন ,যেখানে শিল্পী সেইজি শিমুদা সহ দেশে দীর্ঘ দিন ধরে চর্চা করে আসছেন। এছারাও আরও এমন গুণী পারফর্মেন্স শিল্পীরা অংশ গ্রহণ করবেন।
পোড়াপাড়া স্পেস ফর আর্টিস্ট, অংশগ্রণকারী শিল্পীদের পরিচিতিমূলক একটি প্রকাশনা ছাপাবে। ওয়ার্কশপ প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা,পর্যন্ত .(দুপুরের আহারের বিরতি ১ ঘন্টা ছাড়া) নিরবিচ্ছিন্ন ভাবে চলবে।
রেজিস্ট্রেশনের জন্য নাম ,জন্মতারিখ ,পেশা ,ফোন নাম্বার উল্লেখ করে ১৫ জুনের পূর্বে এই ঠিকানায় মেইল করতে হবে [email protected] , এই লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যাবে।
পারফর্মেন্স আর্ট এ আগ্রহী যেকোনো ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে বলে আয়োজকরা জানিয়েছেন। অংশগ্রহণ ফি ৪,০০০ টাকা, আসন সংখ্যা ১৫ জন এবং রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৫ জুন ২০১৭।
যোগাযোগ -জয়দেব রোয়াজা ,ফোন -০১৯৭৯২২৯৯০৫,ইমেইল[email protected]