আঞ্চলিক সংবাদ
পুঠিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে আদিবাসী কলেজ ছাত্রের মৃত্যু
রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক আদিবাসী কলেজ ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার নাম ছাত্র সুভাষ হেমব্রম (২১)। তিনি উপজেলার ভালুকগাছী ইউনিয়নের পশ্চিমভাগ শিশুলালপাড়া গ্রামের নিরেন হেমব্রমের ছেলে।
এলাকাবাসী জানায়, সুভাষ পড়াশোনার পাশাপাশি গ্রামের একটি ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই ইটভাটার একটি টিনের ঘরে তিনি বিদ্যুতায়িত হন।
এ সময় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান সিল্কসিটি নিউজকে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সূতড়ঃ সিল্কসিটিনিউজ