জাতীয়

পিসিপির নতুন কমিটিঃ জুয়েল চাকমা সভাপতি ও সুমন মারমা সাধারণ সম্পাদক

নিজস্ব সংবাদদাতা, ২২ মে, সোমবারঃ পাহাড়ী ছাত্র পরিষদের ২২তম কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন হয়েছে। ২১ মে ছিল সংগঠনটির কাউন্সিল অধিবেশন। কাউন্সিলে জেলা, উপজেলা, বিশ^বিদ্যালয় শাখাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি ও পর্যবেক্ষকরা অংশগ্রহণ করেন। কাউন্সিল অধিবেশনে সংগঠনের সাংগঠনিক রিপোর্ট, আর্থিক রিপোর্ট উত্থাপন করা হয়। এই ছাড়াও প্রতিনিধিরা স্ব স্ব শাখার রিপোর্ট উত্থাপন করেন। দিনব্যাপী অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রতিনিধি, পর্যবেক্ষক ছাড়াও পিসিপির সাবেক নেতৃবৃন্দরা আমন্ত্রিত ছিলেন। কাউন্সিলের সমাপনী অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা প্রতিনিধি ও পর্যবেক্ষকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। কাউন্সিল অধিবশন শেষে জুয়েল চাকমাকে সভাপতি, সুমন মারমাকে সাধারণ সম্পাদক ও মনি শংকর চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পিসিপির নতুন কমিটি ঘোষনা করা হয়। নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান পিসিপির বিদায়ী সভাপতি বাচ্চু চাকমা। গণমাধ্যমে পাঠনো পাহাড়ী ছাত্র পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

Back to top button