আন্তর্জাতিক

পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গভীর শোক

পার্বত্য জেলাগুলোতে পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৫ জুন) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এই শোক জানান। এসময় প্রাকৃতিক দুর্যোগে নিহতদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
শোকবার্তায় ভ্লাদিমির পুতিন বলেন, ‘আপনাদের দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা ও পাহাড় ধসে এই প্রাণহানির ঘটনায় আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন।’
উল্লেখ্য, কয়েক দিনের টানা বৃষ্টিপাতে গত সোমবার (১২ জুন) দিবাগত রাত থেকে শুরু করে পরদিন পর্যন্ত দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে প্রায় দেড়শ মানুষ প্রাণ হারিয়েছেন।
সূত্রঃ বাসস

Back to top button