জাতীয়

পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকঃ চুক্তি বাস্তবায়নের সুপারিশ

দ্বিতীয় শ্রেণি পদ মর্যাদায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষমতা সরাসরি পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তরের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে শান্তিচুক্তি বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে তাগিদ দেয় কমিটি।
সংসদ ভবনে মঙ্গলবার (২৯ মে) অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, কুজেন্দ্র লাল ত্রিপুরা, ফিরোজা বেগম (চিনু), এম এ আউয়াল বৈঠকে অংশ নেন। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে শান্তিচুক্তি বাস্তবায়নের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া জেলা পরিষদকে দেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া পার্বত্য চট্টগ্রামে ইউএনডিপিসহ বিভিন্ন সংস্থার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়নের অগ্রগতি মনিটরিং করার জন্য জেলা পরিষদকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: নূরুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Back to top button