জাতীয়

পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই দশক পূর্তির আলোচনা সভা শুরু

পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই দশকপূর্তি উপলক্ষে শনিবার সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে ঢাকার দি ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ সেমিনার হলে এক আলোচনা সভা শুরু হয়েছে।

উক্ত আলোচনা সভায় মূল বক্তব্য রাখবেন জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।
অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন এমপি, ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ।

Back to top button